
এলনিউজ২৪ডটকম : যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদরের পিএম খালী ছনখোলা এলাকার আবদু শুক্কুরের পুত্র আবদুল আজিজ (২১) ও কক্সবাজারের উখিয়া থানার শীলের ছড়া এলাকার মৃত মীর মুহাম্মদের পুত্র মো. কামাল (২৮)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী ম্যাজিক গাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তারা গাড়ি পরিবর্তন করে ইয়াবা পাচার করছিল। দুই জনের কাছ থেকে ১০ হাজার পিস করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner