______মুহাম্মদ সোলাইমান ______
মুজিব মানে সদা সত্যবাদী
মুজিব মানে রত্ন,
মুজিব মানে সাহসী বীর
মুজিব মানে যত্ন।
মুজিব মানে স্বাধীন বাংলা
মুজিব মানে আশা,
মুজিব মানে বিজয় নিশান
মুজিব বাংলার ভালবাসা।
মুজিব মানে বীর বাঙ্গালীর
শত জনমের অহংকার,
মুজিব মানে বাংলাদেশের
স্বপ্ন সুখের অলংকার।
মুজিব মানে শক্ত হাতে
অন্যায় জুলুমের প্রতিবাদ,
মুজিব মানে স্বাধীন বাংলার
নতুন করে আবাদ।
মুজিব মানে স্বাধীন পতাকা
স্বপ্ন অর্জিত নব গ্রাম,
মুজিব মানে ঊনিশ একাত্তরের
বাংলা মুক্তির সংগ্রাম।
মুজিব মানে শক্তির পথ
মুজিব স্বপ্ন আশা,
মুজিব মানে ঐক্যবদ্ধ
মুজিব বাংলার ভালবাসা।
মুজিব তুমি নতুন সূর্যের
উজ্জল এক আলোকিত দিন,
মুজিব তোমার নাম নিলে
বাজে সুখের হাজার বীণ।
মুজিব মানে ছোট্ট শিশুর
নিষ্পাপ হাসী-হাসা,
স্বাধীন বাংলা মায়ের কোলে
বারংবার ফিরে আশা।