এলনিউজ২৪ডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ ১০ আগষ্ট এক শোক বিবৃতিতে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস শুক্কুর রশিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম আবদুস শুক্কুর রশিদীর পবিত্র রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিবার- পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আবদুস শুক্কুর রশিদী আজ ১০ আগষ্ট সকাল পৌনে ১০টায় লোহাগাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। একইদিন বাদে আসর রশিদার পাড়াস্থ স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর এবং তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনী, সহকর্মী, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ’র উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।