ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মিয়ানমার সীমান্তে আটকা সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার

মিয়ানমার সীমান্তে আটকা সেন্টমার্টিনগামী যাত্রীবাহী ট্রলার

নিউজ ডেক্স : বঙ্গোপসাগরে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংদিয়া চরে আটকা পড়েছে একটি যাত্রীবাহী ট্রলার। এতে ২৫-৩০ যাত্রী আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফ পৌরসভার কে কে পাড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা দেয় ট্রলারটি। জাগো নিউজ

এ রিপোর্ট লিখা পর্যন্ত আটকে পড়া ট্রলারটি ভাটার টানে নাইক্ষ্যংদিয়া চরে রয়েছে। ওই ট্রলারের মাঝি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সবাই নিরাপদে আছে। সাগরের ওই চরে জোয়ার আসলে এটি সেন্টমার্টিনের দিকে অগ্রসর হবে।’

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. রশিদ আহমেদ বলেন, ‘টেকনাফ থেকে বিকেলে সেন্টমার্টিন আসার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। এটি উদ্ধার করার জন্য অন্য দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘ট্রলার আটকা পড়েছে এমন সংবাদ পেয়েছি। ট্রলারে থাকা যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!