Home | লোহাগাড়ার সংবাদ | মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে তরুণ ঐক্য ফোরাম’র প্রতিবাদ সভা

মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে তরুণ ঐক্য ফোরাম’র প্রতিবাদ সভা

received_2066783313544538

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার সামাজিক সংগঠন”লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম”কতৃক আয়োজিত মায়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ২৮ই অাগস্ট (সোমবার) বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আজিজ চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবু ছিদ্দিক এর সঞ্চালনায় সভায় উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক এস. এম. সাহাব উদ্দিন, কেরানিহাট ফাজিল মাদ্রাসার অধ্যাপক শফিউর আলম নূরী, সংগঠনের সহ-সভাপতি এনায়েত উল্লাহ চৌধুরী, সভাপতির উপদেষ্টা সদস্য মো: দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, নির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, মো:কাইয়াস উদ্দিন, নাজমুস সাকিব, মো: সেলিম, মো: রাকিব, মো: সাকিব, মো: লাবিব প্রমুখ।

সভায় বক্তরা মায়ানমারে মুসলমান রোহিঙ্গা গণহত্যার নিন্দা জানান। মায়ানমার সরকারের প্রতি রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান ও সভায় রোহিঙ্গা মুসলমান শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদের পর সংগঠনের পক্ষ থেকে বৃহত্তম মানববন্ধন করার ঘোষনা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তারেক আজিজ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!