সুদূর আমেরিকা থেকে লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম নাগরিকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান, যুবনেতা, সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী কুমার।
তিনি বলেন, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
পাশাপাশি লোহাগাড়া উপজেলার হাট-বাজারে শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।