Home | দেশ-বিদেশের সংবাদ | মালয়েশিয়ায় ৩১ আরোহী নিয়ে একটি পর্যটন নৌকা নিখোঁজ

মালয়েশিয়ায় ৩১ আরোহী নিয়ে একটি পর্যটন নৌকা নিখোঁজ

Malaysia20170129122339

আন্তর্জাতিক : মালয়েশিয়ায় ৩১ আরোহী নিয়ে একটি পর্যটন নৌকা নিখোঁজ হয়েছে। এদের মধ্যে ২৮ জনই চীনের নাগরিক। শনিবার যাত্রা করার পর পূর্বাঞ্চলীয় সাবাহ রাজ্যের কাছে নৌকাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর বিবিসির।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি এবং উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

মালয়েশিয়ায় চীনা নববর্ষ উপলক্ষে বিভিন্ন এলাকার সব দোকানপাট, বাজার, দাফতরিক এবং আবাসিক ভবন বিভিন্ন সাজে সাজানো হয়। দেশটিতে চীনা নববর্ষ পালনের প্রথম দিনেই ওই দুর্ঘটনা ঘটেছে।

শনিবার কোটা কিনাবালু এলাকা থেকে শহরের পশ্চিমাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন দ্বীপ পুলাও মেনতালুমের উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে, নৌকাটি থেকে একটি বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেই নৌকাটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবাহ রাজ্যের পর্যটনমন্ত্রী মাসিদি মানুন এএফপিকে বলেন, ‘নৌকার আরোহীদের স্বজনদের মত আমিও বিশ্বাস করি তল্লাশি এবং উদ্ধার অভিযানের অগ্রগতি হবে।’

কোটা কিনাবালু এবং ডুলাও মেনগালাম থেকে ৪শ নটিক্যাল বর্গ মাইল জুড়ে উদ্ধার এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই সময়ে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝড় খুব সাধারণ ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!