Home | দেশ-বিদেশের সংবাদ | মামলার প্রস্তুতি নিচ্ছেন ইমরান এইচ সরকার

মামলার প্রস্তুতি নিচ্ছেন ইমরান এইচ সরকার

imran-h20170530003414

নিউজ ডেক্স : রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, বন্যার্তদের জন্য আজ আমরা দুপুরে মানববন্ধন করি। এরপর সন্ধায় ত্রাণ সংগ্রহ করছিলাম। এসময় ১০-১২ জনের একটি গ্রুপ এসে বলে, এই তোরা কী করছিস। কিসের বন্যা। দেশে কোনো বন্যা নেই। এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৪-৫ জন আহত হয়। তবে আমি আহত হইনি। কিন্তু তখন পাশেই পুলিশ দাঁড়িয়ে ছিল। তারা বাধা দেয়নি।

কারা হামলা করেছে এ প্রশ্নের জবাবে ইমরান বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এর আগে অামাদের ওপর হামলার হুমকি দিয়েছিল। তারাই এ হামলা করে থাকতে পারে। তবে হামলাকারীদের একজনের মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের হবে যে কারা হামলা করেছে।

তিনি বলেন, আমরা এখন মামলার অভিযোগ লিখছি। রাতেই শাহবাগ থানায় এ মামলা করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাবি জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। তারা হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!