Home | শীর্ষ সংবাদ | মানবতা চাই

মানবতা চাই

101

___জেসমিন সুলতানা চৌধুরী___

অধিপতি তুমি,
ভিক্ষা দাও একমুঠো মানবতা!
ভিক্ষা দাও, ভিক্ষা দাও!
আমরা শুনতে পাই-
এদেশে বেকার নেই,
কিন্তু টাকার অভাবে বাচ্চার বাবা দুধ চুরি করে।
এদেশে ভিক্ষুক নেই,
রাস্তায় হাঁটলে ভিক্ষুক কাপড় টেনে ধরে।
এদেশে গরিব নেই,
লিচু কিনে দিতে না পেরে
বাবা দু’মেয়েকে গলা টিপে হত্যা করে।

আমরা বলি এদেশে মানবতা নেই।
একটু মানবতা চাই ,
একটু মানবতা!
এত উন্নয়ন চাই না,
তিন হাজার কোটি টাকার স‍্যাটেলাইট চাই না,
শেয়ার বাজার লুট করে লক্ষ মানুষের পথে বসা,
গলায় ফাঁস চাই না,
ইউনিপে টু ইউর মতো কোটি মানুষকে ভিখারি বানানোর পরিকল্পনা চাই না,
চাকার নিচে পিষ্ট হয়ে মরতে চাই না,
নুসরাত হয়ে জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে ছটফট করতে চাই না,
শৈশবে ধর্ষিত হয়ে মানসিক রুগি হয়ে বাঁচতে চাই না,
চলন্ত গাড়িতে, ট্রেনে, স্কুলে, কলেজে,ঝোপ-ঝাড়ে,
নিকট দ্বারা ধর্ষিত হয়ে ধুঁকে ধুঁকে মরতে চাই না,
মাদকের নেশায় বুঁদ,
ইয়াবায় বিমোহিত তরুণ প্রজন্ম চাই না,
আধিপত্য বজায় রাখতে হাতুড়ি পেটা, হামলা, মামলা চাই না,
কারনে-অকারনে গুম হতে চাই না,
সাগর-রুনি হয়ে নিজ আবাসে খুন হতে চাই না,
ঐশী হয়ে নিজের মা-বাবার খুনী হতে চাই না,
দুর্বলের উপর সবলের
জুলুম চাই না,
দুর্বত্তায়িত রাজনীতি চাই না,
রাজনৈতিক নিষ্ঠুরতা চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!