____ফিরোজা সামাদ____
অামায় তোমরা চিনতে পারো ?
অামি তো মানব নই !
মানবরূপী দানব মাত্র ,
তাইতো মানুষের রক্ত চুষে
তৃষ্ণা মেটাই স্বার্থের বিনিময়ে,
মানবতা অামার পদতলে মাথা ঠুকে
মরছে অবিরত !!
অামি বধির অার্তনাদ পৌঁছেনা
অামার কর্ণকুহরে,
তাইতো নির্লিপ্ততায় নিমজ্জিত অামি
কে অাছে অামার মাঝে বপণ করে
মানবতা ও ভালোবাসার বীজ ?
রক্তে অামার নেশা জাগে
অাগুন অামায় করে পুলকিত
কামান, মাইন অামায় করে উচ্ছাসিত
অামার বিবেক নাফ নদীতে নিমজ্জিত
তাকে জাগিয়ে তোলার সাধ্য নেই
কোনো বিশ্ব মানবতার ???
বিশ্ব মানবতা?
হা! হা! হা! হা!
ওতো মুখরা রমনীর মতো,
শুধু দন্দ ও কলহ করে বেড়ায় যত্রতত্র,
ওরাই তো অামার অাদেশদাতা !
নাট্যমঞ্চে মুখোশ পড়ে করে যায়
প্রতিনিয়ত অভিনয় !!