এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা আবদুস ছালামের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। ৩০ এপ্রিল বাদ জোহর চরম্বা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় সংখ্য মানুষের ঢল নামে। তাঁর মৃত্যুতে চরম্বা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘ এক বছর থেকে দুরারোগ্য ক্যান্সার রোগে ভোগছিলেন। মাওলানা আবদুস ছালাম জান মোহাম্মদ পাড়ার প্রয়াত আলী আহমদের পুত্র। মৃত্যুকালে মা, স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মাওলানা আবদুস ছালাম দীর্ঘদিন থেকে পটিয়া উপজেলার জিরি মাদ্রাসায় শিক্ষকতা ছিলেন বলে জানা গেছে। নামাজে জানাজায় জিরি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২৯ এপ্রিল রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।