লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা অলি আহমদ বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক গঠন করা হয়েছে।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে স্কুলের হল রুমে এক জরুরি সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মন্নান এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
এতে অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দীনকে কো-অর্ডিনেটর, ডা. মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক ও সাংবাদিক আব্দুল ওয়াহাবকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ৩ মাসের মধ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করছেন। -প্রেস বিজ্ঞপ্তি