নিউজ ডেক্স : মহেশখালীর পূর্ব পুঁইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার (১০ অক্টোবর) ভোররাতে ৩টি দেশীয় অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ।
তিনি জানান, মঙ্গলবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় হত্যা, মাদকসহ ৬ মামলার আসামি মো: ইউনুসকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ভোররাতে পূর্ব পুঁইপাড়া এলাকার একটি পাহাড়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ৩টি দেশীয় অস্ত্র ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।