নিউজ ডেক্স : চট্টগ্রামের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। সোমবার বিকাল ৪ টার দিকে চট্টগ্রামের লালদীঘি ময়দানে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এই সভার আয়োজন করে। তবে শোকসভার কার্যক্রম শুরু হতে না হতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুটি পক্ষ। ফলে বিশৃঙ্খলায় শোকসভার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সভা শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ এবং সিটি কলেজ শাখার নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা বার বার স্লোগান বন্ধ করার নির্দেশ দিয়েও ব্যর্থ হন। এরইমধ্যে উভয়পক্ষ প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে মারামারিতে লিপ্ত হয়।