নিউজ ডেক্স : নেপালের সঙ্গে ড্রয়ের পর ভুটানকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলেন তহুরা-মারিয়ারা।
শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন শামসুন্নাহার সিনিয়র।
৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভুটানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।