
নিউজ ডেক্স : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাবিকে হারিয়ে ননদ বিজয়ী হয়েছেন। পাথরঘাটা সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে রাজিয়া সুলতানা পলি (সূর্যমুখি ফুল) ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসমা আক্তার (হেলিকপ্টার) ১ হাজার ৯২ ভোট পেয়েছেন। তবে সাবেক মেম্বার ভাবি হাসি আক্তার (তালগাছ) ৭৫৩ ভোট পেয়েছে চতুর্থ স্থানে রয়েছেন।
বিজয়ী রাজিয়া সুলতানা পলি বলেন, আমার ভাবি হাসি আক্তার ইউপি সদস্য ছিলেন। এবার আমি তার সঙ্গে এই প্রথম প্রতিদ্বন্দ্বীতা করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করেছেন আমি এখন জনগণের প্রতি দায়বদ্ধ।

তিনি আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে আমি জনগণের প্রতিনিধিত্ব করবো। নারী নির্যাতন নারীর প্রতি বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতা রোধে আমি সব সময় কাজ করবো। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner