ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সঙ্গীতজ্ঞ বুলবুল

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সঙ্গীতজ্ঞ বুলবুল

bulbul-l-20190122082403

নিউজ ডেক্স : বিশিষ্ট সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে। আজ বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মুক্তিযোদ্ধা কবরস্থানে তাকে দাফন করা হয়ে।

এর আগে জাতির পক্ষ থেকে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সংগীতঙ্গ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। শহীদ মিনারের পাদদেশে রাজনীতিক, শিল্পী, সংগীত পরিচালক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের শত-শত মানুষ দেশের কীর্তিমান এই মুক্তিযোদ্ধার কফিনে পুস্পার্ঘ প্রদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এই সময়ে পুরো শহীদ মিনারে এক হৃদয়বিদারক এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর সাড়ে বারটা পর্যন্ত শ্রদ্ধা জানানোর পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। জোহরে নামাজের পর সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে সকাল এগারটায় প্রয়াত বুলবুলের মরদেহ আনা হয়। এ সময় প্রয়াতের সুরারোপ করা ‘ সব কটা জানালা খুলে দাও না’ গান বেজে উঠে। পুরো শহীদ মিনারে উপস্থিত শত-শত মানুষ নিরবে দাঁড়িয়ে থাকেন। অনেকের চোখে নেমে আসে শোকাশ্রু। প্রথমেই একদল নিরাপত্তাকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার প্রদান করে। এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ‘ জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংস্কৃতিক বিয়ষক সম্পাদক অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্ধ শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ইফতেখারুল আলম পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ঢাকা বিশ্ববিদ্যাললের উপাচার্য ড. আখতারুজ্জামানসহ শিক্ষক-কর্মচারীরাবৃন্দ, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেতৃবৃন্দ, সেক্টর কমান্ডারস ফোরাম, গান বাংলা টিভি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ বেতার শিল্পীবৃন্দ, মিউজিশিয়ান ফোরাম, প্রাচ্যনাট, গণ শিল্পী সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট,নজরুল সংগীত শিল্পী সংস্থা, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সংস্কৃতি মঞ্চ, বাংলার মুখ, উদীচী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু লেখক সংসদ, ছাত্র আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন-বাসদ, একতা সাংস্কৃতিক কেন্দ্র, বুলবুল ললিত কলা একাডেমি, ঋষিজ শিল্পী গোষ্ঠী, জাসাস, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, জাতীয় কবিতা পরিষদ,গণ সংস্কৃতি ফোরাম।

শ্রদ্ধা নিবেদনের ফাঁকে-ফাঁকে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, শিল্পী রথীন্দ্রনাথ রায়, শিল্পী সামিনা চৌধুরী, শিল্পী কুমার বিশ্বজিৎ ও শিল্পী এন্ডু কিশোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!