এলনিউজ২৪ডটকম : বিজয় দিবস উপলক্ষে চুনতী সমিতি দুবাই’র আয়োজনে গতকাল রাতে (দুবাই সময়) নাদ আল-হামার এরিয়া আল বিরাত ষ্ট্রীটের বেল রেমাইথা ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম (তাজু)।
প্রধান অতিথি ছিলেন দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন ও দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমেদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়। চুনতী সমিতি দুবাই’র নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।