নিউজ ডেক্স : বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার ইউনিয়নে একজন কৃষকসহ দুইজনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর ৫টার দিকে উপজেলার বলিবাজার ইউনিয়ন থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন কৃষক মো. আবু তাহের (৫২) ও তার কর্মচারী মো. আবুল হোসেন (৪০)। থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ভোরে পাঁচজন ব্যক্তি আবু তাহেরের কাছে কাজ করতে আসছেন বলে খবর পাঠায়। পরে আবু তাহের ও আবুল হোসেন শ্রমিক ভেবে পাঁচ ব্যক্তির কাছে এলে অস্ত্রের মুখে দুইজনকে তুলে নিয়ে যায় তারা।
থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল হক বলেন, দুইজনকে অপহরণের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি আমরা। সেখানে গেলে বিস্তারিত জানতে পারব।