নিউজ ডেক্স : বান্দরবানে সীমান্তবর্তী এলাকাগুলোতে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকালে দশম দফায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার এ সময়সীমা বাড়ানো হয়।

এর আগে নবম দফায় রুমা, রোয়াংছড়ি এ দু’টি উপজেলায় ৪ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্ত প্রত্যাহার করা থানচি উপজেলাকে আবারও যুক্ত করে থানচি, রুমা ও রোয়াংছড়ি এ ৩টি উপজেলায় নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, “যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় থানচি উপজেলা আবারও পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। রুমা, রোয়াংছড়ি এবং থানচি ৩টি উপজেলায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রুমা, রোয়াংছড়ি এবং থানচি তিনটি উপজেলায় সবধরনের পর্যটকের ভ্রমণ বন্ধ থাকবে।”
এদিকে, একের পর এক নিষেধাজ্ঞায় পর্যটনের ভরা মৌসুমে পর্যটকশূন্য হয়ে পড়েছে গোটা বান্দরবান। জেলায় পর্যটন সংশ্লিষ্ট সবধরনের ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে।
নিষেধাজ্ঞার কারণে থানচি উপজেলার তমাতুঙ্গী, নাফাকুম, অমিয়কুম, বড়পাথর, আন্ধারমানিক, রেমাক্রী, বাকলাই ঝর্না, রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড়, রুমা উপজেলার রহস্যময় বগা লেক, রাইক্ষ্যংপুকুর লেক, ক্যাওক্রাডং, তাজিংডং, জাদীপাই ঝর্ণা, তিনাপ সাইতার, রিজুক ঝর্ণা’সহ আশপাশের দর্শণীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবে না পর্যটকরা।