এলনিউজ২৪ডটকম : বাইসাইকেলে করে পাচারকালে ৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত বাইসাইকেল।
গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের উখিয়া থানার বালুখালি ক্যাম্পের মো. জামালের পুত্র মো. এরফান (১৯) ও একই এলাকার আবদুর রহমানের পুত্র মো. ফিরোজ (২০)।
পুলিশ জানায়, বাইসাইকেল আরোহীদের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশী করা হয়। এ সময় বাইসাইকেলের টিউবে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার দুই পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।