নিউজ ডেক্স : বাঁশখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডে সায়মা আক্তার নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন আরও একজন।
শনিবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। নিহত শিশু সায়মা আক্তার পূর্ব পুঁইছড়ি এলাকার আমান উল্লার মেয়ে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, আগুনে পুড়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাংলানিউজ