বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও লোহাগাড়া মানবতার দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান সভাপতি এবং যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন দেন পরিষদের প্রতিষ্ঠাতা চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
নির্বাচিতরা পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নির্বাচিত কমিটিকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি