এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ২৩ জুলাই রবিবার দুপুরে উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবছার উদ্দিন বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু নছর মোঃ হাচ্ছান ও মুসলিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেব প্রসাদ বড়–য়া, সহকারী শিক্ষক লায়লা বিলকিস রুনা, মৌলানা আবদুল গফুর, শিখা পাল, রাশেদা বেগম, শিক্ষা অফিসের মোঃ কামাল উদ্দিন ও প্রশান্ত দাস প্রমুখ।