
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে প্রাইভেটকার যোগে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, শরীয়তপুরের জাজিরা থানার বড় গোপাল পুরা খান কান্দি এলাকার আবদুল হাকিম মাতব্বরের পুত্র মো. নিলচান প্রকাশ রুবেল (৩৪) ও ঢাকার সভার থানার কাউন্দিয়া নোয়াখাইল্লা গলির আলী আকবর মৃদার পুত্র আবু নাছির মামুন প্রকাশ নাসের (৪১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় প্রাইভেটকারে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (২৯ এপ্রিল) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।