Home | ব্রেকিং নিউজ | প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ১

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম (৩৬) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম দিনাজপুর জেলা সদর থানার পুলহাট আউলিয়া পুর মসজিদ সংলগ্ন এলাকার মোজাম্মেল হকের পুত্র। এ সময় জব্দ করা হয় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাইভেটকারে ইয়াবা পাচার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!