নিউজ ডেক্স : চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, এক সময় নারী শিক্ষা শুধু উচ্চ বিত্ত ও শহরের কিছু পরিবারে সীমাবদ্ধ ছিল। বর্তমানে সে ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষনীয় সাফল্য দেখিয়েছে। বাংলাদেশের শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের অগ্রগতি চোখে পড়ার মতো। বিশেষ করে গ্রামীণ নারী সমাজ শিক্ষাক্ষেত্রে আজ অনেক দূর এগিয়ে গেছে। একসময় গ্রামীণ বালিকাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে বাল্য বিয়ের শিকার হয়ে নির্মম জীবন বেঁচে নিতে হতো। গত কয়েক বছরে বদলে গেছে শিক্ষা ক্ষেত্র; পাল্টে গেছে সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি। তাঁরা বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্যের তালিকায় নি:সন্দেহে শিক্ষা। শিক্ষায় নারী পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুয়েছে নতুন মাইল ফলক।
মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়া কালারমার ছড়া আল-ঈমান আদর্শ মহিলা (আলিম) মাদ্রাসায় নবনির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধন এবং মাদ্রাসার এক যুগপূর্তি উপলক্ষে প্রকাশিত ‘আল-ঈমান’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গত ২২ ফেব্রুয়ারী ২০১৮ইং প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, আশেক উল্লাহ রফিক এমপি উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ রশীদ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যার, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ড. নদভী এমপি’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।