এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার মিয়া (৫৪) আজ ২৮ জানুয়ারি সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনানিল্লাহি………..রাজেউন)।
তিনি এম চর হাট বাজারস্থ মরহুম জাগির মিয়ার প্রথম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
একইদিন বিকেল ৫টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ব্যবসায়ী পেয়ার মিয়া লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরীর শ্যালক ও পুটিবিলা এম চর হাটের বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের বড় ভাই।