এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর মামাতো ভাই ব্যবসায়ী বদিউল আলম চৌধুরী (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)।
বুধবার (১৭ মার্চ) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান চৌধুরী পাড়ার মৃত মোস্তফিজুর রহমান চৌধুরীর পুত্র ও ৫ সন্তানের জনক।
একইদিন বাদ আছর স্থানীয় হামজার বর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, প্রায়ত বদিউল আলম চৌধুরী কলাউজানের সমাজসেবক মাওলানা আবদুস ছবুরের বড় বোনের জামাতা। এছাড়া তিনি পুটিবিলা হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, গৌড়স্থান ছিরামুড়া দাখিল মাদ্রাসা, গৌড়স্থান উচ্চ বিদ্যালয় এবং হামজার বর মসজিদ সংলগ্ন এতিমখানা ও হেফজ খানার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ।