এলনিউজ২৪ডটকম : প্রাথমিক সমাপনী পরীক্ষায় লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০১৪ সালে এক ঝাঁক তরুণ শিক্ষকের অর্থায়নে এই স্কুলের যাত্রা। পরম মমতা ও পাঠদান-পাঠাদায়ে সুনিপুন আন্তরিকতায় সফলতা অনিবার্য বলে মন্তব্য করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডাঃ জালাল আহমদ।
প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৬ তে ২৮ জন শিক্ষার্থীর মাঝে ২২ জন ‘এ+’ ও ৬ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের সমন্বয়ে একজন শিক্ষার্থী মেধাবী হয়ে ওঠে। তিনি আরো বলেন, আমরা অকৃত্রিম আন্তরিকতা সহকারে পড়ালেখা শেখানোর চেষ্টা করে থাকি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ডাঃ জালাল আহমদ অভাবনীয় এই সাফল্যের জন্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।