Home | দেশ-বিদেশের সংবাদ | পাহাড় কাটার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

পাহাড় কাটার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

image-35694

নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এইচ ব্লক এলাকায় পাহাড় কাটার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বাদী হয়ে নগরের আকবরশাহ থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মিরসরাইয়ের মো. বাবুল (২৬), ভোলার মো. বেল্লাল (২৫) ও আকবরশাহ থানা এলাকার মো. হারুন (২০)।

হিসাবরক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী জানান, পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের পরিচালকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় বিশ্ব কলোনিতে মো. বেলাল টিনের ঘেরা দিয়ে ৪০ ফুট উঁচু পাহাড় কাটায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাহাড় কাটার জন্য বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এ মামলা করা হয়। মামলায় মো. বেলালকে আসামি করা হলেও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

-কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!