Home | উন্মুক্ত পাতা | পদুয়ার ঘটনা : সড়ক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড ?

পদুয়ার ঘটনা : সড়ক দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড ?

408

মারুফ খান : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়ায় গত ৬ আগষ্ট রাত সাড়ে ১১টায় রং সাইডে গিয়ে একটি পিকআপ গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত ও অপরজন ৮ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত আমির হোসেন (৩৮) এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহতরা হলেন আবুল হোসেন মিকার (৫০) ও মালয়েশিয়া ফেরত মোঃ আইয়ুব।

স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে এটি সড়ক দূর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনার সত্যতা বের করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

আহত আমির হোসেন জানিয়েছেন, রং সাইডে এসে একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর কি হয়েছে সেটা তিনি জানেন না।

এলাকার সচেতন মহল ধারণা করছেন এতো রাতে রং সাইডে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়া রহস্যজনক। বাল্যবিবাহ বন্ধকারীদের উদ্দেশ্যে কি ছিল ? তারা আরো ধারণা করছেন বাল্যবিবাহ বন্ধের জন্য যারা ইউএনওকে গোপন সংবাদ দিয়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদ করলে ঘটনার রহস্য উদঘাটন হতে পারে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, গত ৮ আগষ্ট তিনি কনের বাড়িতে গিয়েছিলেন। কনের পক্ষের আত্মীয়-স্বজন শোকাহত অবস্থায় থাকায় তারা এ ঘটনার ব্যাপারে কোন কথা বলতে চাননি। সে কারণে কোন মামলা হয়নি। কিংবা দূর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাপক তদন্ত চলছে। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, ৬ আগষ্ট আলী সিকদার পাড়ার আবুল হোসেন মিকারের কন্যা জন্নাতুল ফেরদৌস ওরফে আইরীন (১৬) এর সাথে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মোঃ ইউসুফের বিদেশ ফেরত পুত্র আবদুর রহিম (৩২) এর বিয়ের দিন ধার্য্য ছিল। এ খবর গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া ইউএনও জানতে পারেন। তিনি তাৎক্ষণিকভাবে ছদাহার কমিউনিটি সেন্টারে হানা দিয়ে বিয়ে বন্ধের কার্যক্রম গ্রহণ করেন। কনের পিতা কনের বয়স ১৮ বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গিকারনামা প্রদান করেছেন। বিষয়টি বর পক্ষের সাথে মিটমাট করতে মোটরসাইকেল যোগে বরের বাড়ি গিয়েছিলেন কনের পিতা আবুল হোসেন মিকার (৫০), তার ভাই আমির হোসেন (৩৮) ও বন্ধু মোঃ আইয়ুব। মিটমাট শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!