Home | দেশ-বিদেশের সংবাদ | নয় বছরের এক বালক প্রকৌশলে স্নাতক

নয় বছরের এক বালক প্রকৌশলে স্নাতক

images58

আন্তর্জাতিক ডেক্স : এ বছরের শেষ নাগাদ স্নাতক শেষ করবে বেলজিয়ামের ৯ বছরের এক বালক। বর্তমানে নেদারল্যান্ডসের আইন্দোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তড়িৎকৌশলে পড়াশোনা করছে লরেন্ত সিমনস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মীদের ভাষায় ‘অসাধারণ’ এই শিক্ষার্থী ডিগ্রি পাবে এই ডিসেম্বরে।

সেখানেই না থেমে তড়িৎকৌশলে পিএইচডি কিংবা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করবে বলে সিএনএনকে জানান তাঁর বাবা আলেকজান্দার ও মা লিডিয়া সিমনস। তিনি বলেন, ‘লরেন্তকে কীভাবে শিক্ষা দেওয়া হবে তা ঠিক করতে পরীক্ষা পর পরীক্ষা নেন তার শিক্ষকেরা। তাঁরা বলেন যে লরেন্ত স্পঞ্জের মতো।’

এদিকে লরেন্তর বিশ্ববিদ্যালয় তাকে দ্রুত পড়াশোনা শেষ করার সুযোগ করে দিচ্ছে। আইন্দোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষা পরিচালক শোর্ড হালশফ সিএনএনকে বলেন, এটা অসাধারণ। বিশেষ শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষাক্রম আয়োজনের যথেষ্ট কারণ আছে। ঠিক এভাবেই আমরা খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বেলায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি।

ক্লাসের বাইরে অবশ্য লরেন্ত অন্যান্য শিশুর মতোই খেলাধুলায় মেতে ওঠে। তার বাবা আলেকজান্দার বলেন, ‘আমরা চাই না সে চাপ নিক। সে যা পছন্দ করে, তা-ই করুক। তার শিশুসত্তা এবং অসাধারণ মেধার মধ্যে ভারসাম্য করে চলতে হবে আমাদের।’

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!