আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ইষ্টার সানডে হামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। এই অভিযানে ছয় শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। তিন ব্যক্তি নিজেদেরকে আত্মঘাতী বোমায় উড়িয়ে দিয়েছে। আর অপর ব্যক্তিরা গুলিতে নিহত হয়েছে। আজ শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানায়, তিন ব্যক্তির দেহে বোমা বাধা ছিল। শুক্রবার রাতে পূর্বাঞ্চলীয় কালমুনাই শহরে সন্দেহভাজন জঙ্গী আস্তানায় অভিযান চালানো হয়। ওই বাড়ীর ভিতরে অবস্থান নেওয়া তিন নারী ও ছয় শিশুও নিহত হয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিহত অপর তিন ব্যক্তি আত্মঘাতী বোমায় নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। বাড়িটির পাশে তাদের মরদেহ পাওয়া গেছে।
সূত্র : এনডিটিভি