এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পদুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আরহাম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছগিরা পাড়ায় এই ঘটনা ঘটে। শিশু আরহাম ওই এলাকার ফোরক আহমদের নাতি ও সাতকানিয়া উপজেলার কেরানিহাট বেয়ারী পাড়ার আইয়ুব আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য লেয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে মায়ের সাথে পদুয়া ছগিরা পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আরহাম। ঘটনার দিন সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে নানার বাড়ি সন্নিহিত এক পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন শিশুটির মরদেহ তার বাবার বাড়ির সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।