নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীতে কয়েকটি ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর ২৭ ফেব্র“য়ারী মঙ্গলবার ভোরে পাহাড়তলী বাজার থেকে দুই দুর্র্ধষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ফরিদ (৩৬) ও খোকন (২০)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন, তাদের কাছ থেকে একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, সম্প্রতি রাঙামাটির এক ব্যবসায়ীকে নগরীতে এনে জিম্মি করে রেখে টাকা আদায় করে এই চক্র। গতকালও (সোমবার) ছিনতাইয়ের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এরপর আমরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করি।
ফরিদ এবং খোকন উভয়ই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০১৫ সালে ফরিদকে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছিল বলেও জানিয়েছেন ওসি।