এলনিউজ২৪ডটকম : দুবাইয়ের সারজায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় আল বড়াহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত যুবকের নাম শাহাদত হোসেন (২৮)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কিল্লার আন্দর এলাকার নুরুল কবিরের পুত্র ও এক কন্যাসন্তানের জনক। নিহতের বড় ভাই দুবাই প্রবাসী দেলোয়ার হোসেন বাচ্চু ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদটি পরিবারের কাছে জানিয়েছেন।
স্থানীয় আবদুল ওয়াহেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় ১০ দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দুবাইয়ের আল বড়াহা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। তিনি সেখানে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করতেন। দেশে ছুটি কাটিয়ে প্রায় ১৪ মাস পূর্বে তিনি দুবাইয়ের সারজায় গিয়েছিলেন।
এদিকে, শাহাদত হোসেনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।