এলনিউজ২৪ডটকম : দুবাইয়ে সড়ক দূর্ঘটনায় মো. মোজাম্মেল (২২) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সারজাহ প্লে মসজিদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল লোহাগাড়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোল মুহাম্মদ পাড়ার মো. মকবুল আহমদের পুত্র।
নিহতের মামাতো ভাই মীর মোস্তফা তানভির জানান, গত ২৪ ডিসেম্বর জীবিকার তাগিদে দুবাই যান মোজাম্মেল। সেখানে গিয়ে মোটর পার্টসের দোকানে চাকুরিও পেয়েছেন। ঘটনারদিন বাইসাইকেল যোগে দোকানের অদূরে বাসায় দুপুরের খাবার খেতে যান। খাবার খেয়ে দোকানে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
দুবাই প্রবাসী শাহাদত হোসেন জানান, বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হবার সময় দ্রুতগতির একটি লরি গাড়ি মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্থানীয় পুলিশ উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালের মর্গে রেখেছেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত যুবকের মরদেহ দেশ আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে, মোজাম্মেলের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।