
নিউজ ডেক্স : কালুরঘাট সেতুতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যাওয়ার দুই ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সাড়ে দশটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, বোয়ালখালী থেকে শহরগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এসময় দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। কর্মজীবীদের হেঁটে সেতু পার হতে হয়েছে।

চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, কালুরঘাট সেতুতে ট্রাক আটকে যান চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner