Home | দেশ-বিদেশের সংবাদ | তাসফিয়া হত্যা : যুবলীগ নেতা ফিরোজের তিনদিনের রিমান্ড মঞ্জুর

তাসফিয়া হত্যা : যুবলীগ নেতা ফিরোজের তিনদিনের রিমান্ড মঞ্জুর

tasfia-20180708174125

নিউজ ডেক্স : চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামি যুবলীগ নেতা মো. ফিরোজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত রিমান্ড শুনানি শেষে ফিরোজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিলেন।

এর আগে গত মঙ্গলবার (৩ জুলাই) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা সেশন জজ ও তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ মে কর্ণফুলী নদীতীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার মরদেহ। পুলিশ তার বন্ধু আদনান মির্জাকে গ্রেফতার করে পরদিনই। আদনানও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। এ ঘটনায় দায়ের করা মামলায় আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করা হয়।

জানা গেছে, ফিরোজ আগে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সম্প্রতি তিনি নিজেকে সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী বলে পরিচয় দিয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!