এলনিউজ২৪ডটকম: ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ইশমামুল হক (১৭) নামে লোহাগাড়ার এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইশমামুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত নুরুল হকের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইশমামুল হক ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ও পাশাপাশি চকবাজার এলাকায় চাকরি করত। গত ৫ আগস্ট চকবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এই সময় সে গুলিবিদ্ধ হয়।
সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইশমামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।