নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বানুবাজার (ভাটিয়ারী) এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। রবিবার (৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে হাইচ মাইক্রোবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলে থাকা বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটির সামনে অংশ দুমড়ে মুচড়ে গেছে। এসময় এক পথচারী মারা যান। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ গাড়ি দুটি উদ্ধার করে করেছে।