এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে টংকাবতী খালের চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এস্কেভেটর ও মিনিট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সুখছড়ি পন্ডিত পাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এ সময় সাথে ছিলেন থানার এসআই সামছুদ্দোহা, ভূমি অফিসের শরফুদ্দিন সাদী ও সমির চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, টংকাবতী খালের চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।