এলনিউজ২৪ডটকম : ৩১ মার্চ রবিবার অনুষ্টিত লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (কলসী)। তাঁর প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩১২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জেসমিন আক্তার (ফুটবল) পেয়েছেন ১৭ হাজার ৬৮১ ভোট।
লোহাগাড়ার ৯ ইউনিয়নে ১ লাখ ৯০ হাজার ৪৭২ জন ভোটার রয়েছে। শতকরা ৩৩ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।