নিউজ ডেক্স : নগরের কোতোয়ালী থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৪৫টি চোরাই মোবাইলসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ জুন) স্টেশন রোডের ফুটপাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন: মো. সুমন (২৯), মো. সাখাওয়াত হোসেন বাহার (৪০), মো. রাসেল (২৬), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. শাহ আলম (৩০), মো. মাসুম (৩২)।
পুলিশ জানায়, আসামিরা রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে মোবাইল কিনে ওইগুলো ভাসমান দোকান বসিয়ে মার্কেটে বিক্রি করতো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী চক্রের কাছ থেকে মোবাইল কিনে বিক্রি করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাংলানিউজ