এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিটের তুলাতলি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন। এই সময় চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা ইমরান মহসিনসহ বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন জানান, সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখল করে এক ভূমিদস্যু গোপনে ঘর নির্মাণ করে। পরে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ পূর্বক ৪ শতক বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।