এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ২২ আগষ্ট ২৮শ পিচ ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হল সিলেটের শাহ পরান থানার আরমবাগের বাসিন্দা মৃত আবুল বারেকের পুত্র মোঃ আজিজুল হক (৩৪) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাঘুনাথপুরের বাসিন্দা মৃত মুজিবুল হকের পুত্র আবুল বশর (২৭)। তাদের কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত নোয়াহ সার্ভিসের একটি গাড়ি আটক করা হয়।
অপরজন কক্সবাজার সদরের পিএম খালী ছনখোলা মাঝর পাড়ার ফরিদুল্লাহর পুত্র মোহরম মিয়া (২৩)। তার কাছ থেকে ৮শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম শহরমুখী হানিফ পরিবহণের একটি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।