
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহর নির্বাচনী প্রচারনায় হামলার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকা সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় সাতগড় মাঝির পাড়ায় প্রার্থী নিজেই ও নারিশ্চা এলাকায় কর্মীরা নির্বাচনী প্রচারনা করেন। প্রচারণা শেষে ফেরার পথে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বিপ্রার্থী জয়নাল আবেদীন জনুর লোকজন তার কর্মীদের বহনকৃত গাড়িতে হামলা ও ভাংচুর করে। এতে তার কর্মী মোহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ আবদুল হামিদ, আবুল কালাম, মো. আনোয়ার, মো. হোছাইন, বদিউল আলম ও গাড়ি চালক বাবু গুরতর আহত হন।
তিনি আরো জানান, নির্বাচনে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হেয় প্রতিপন্ন ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে প্রতিহিংসা পরায়ন না হয়ে জনগণকে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেয়ার আহবান জানান।

Lohagaranews24 Your Trusted News Partner