টানা বর্ষণে ৪ জুলাই লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডলুব্রীজ ঘাটা হেফজখানা সংলগ্ন ইসহাক মিয়া সড়কের ব্রীজটি ধসে পড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এতে এলাকাবাসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, এই রাস্তাটি তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। ব্রীজ এলাকায় দ্রুত নতুন ব্রীজ স্থাপনা করা না হলে তাদের কষ্টের সীমা থাকবে না। এলাকাবাসী অভিযোগ করেছেন, ইসহাক মিয়া সড়ক পুণনির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতির কারণে এমন সমস্যা দেখা দিয়েছে।
ছবি ফেসবুক থেকে সংগৃহিত ও প্রতিবেদন এলনিউজ২৪ডটকম।