ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | চলবে না আর চাঁদাবাজি

চলবে না আর চাঁদাবাজি

179

____ফিরেজা সামাদ____

টেংরা, পুঁটি, পাবদা, রিঠা
সেদিন গেছে পার্কে
বোয়াল এসে বললো তাদের
তোদের সাথে আর কে?

টেংরা ভয়ে বললো তাকে
ভেটকি, গজাড়, টাকি,
খলসে, বেলে, খল্লা, টেপা
একই পাড়ায় থাকি !!

গ্যানগেনিয়া, হেরা, ঘাউর
তারাও থাকে বিলে
কাপাতী, শৈল, বেতাঙ্গী ,চেউ
এলাম কজন মিলে !!

কাখলে, বাচা, বাতাসি আর
মোলা, জয়া, বেতি
শিং-মাগুর আর গুতুম বাচা
স্বজন এবং জ্ঞাতী !!

পাংগাস এসে বললো, গুরু
দেব নাকি পিটা
রূপচাঁদা আর টাটকেনিদের
ঐ যে দেখেন রিটা !!

চিংড়ি ইলিশ দৌঁড়ে এসে
বললো তাদের থাম
রাস্তা-ঘাটে জটলা করে
কেন করিস জ্যাম?

টেংরা তাকে বলল ডেকে
শুনুন দাদা বলি
রুই কাতলার পাড়ায় থাকি
ঐ তো মোদের গলি !!

কিন্তু বোয়াল দুষ্টু অতি
দিচ্ছে মোদের বাধা
পথে ঘাটে দেখা হলে
দিতেই হবে চাঁদা !!

ছ্যাপচেলা আর তেলাপিয়া
গুলশা ওদের ডরে
পিয়ালিরাও ভয়ে ভয়ে
বন্দি থাকে ঘরে !!

চ্যালেন্দা ওর চেলা নাকি
মাস্তানিতে সেরা
মৃগেল এবং বইচা, আইর
একই দলের এরা !!

চলবে না আর চাঁদাবাজি
আজ থেকে এই পাড়ায়
গড়তে হবে দেশটাকে ভাই
রাঘব-বোয়াল ছাড়াই !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!